স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ২৫ আগস্ট।। কৈলাসহর মূর্তিছড়া চা বাগান এলাকায় মারপিটের ঘটনাকে কেন্দ্র করে ভটেরবাজার এলাকায় উত্তেজনা। স্থানীয় জনগণ রাস্তায় টায়ার জ্বালিয়ে সামিল হন বিক্ষোভে। উত্তেজিত জনতার পথ অবরোধে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে মুর্তিছড়া চা বাগান এলাকায় স্থানীয় বাসিন্দা এবং বাগানিদের মধ্যে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে।
এই ঘটনার জের ধরে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে ভটেরবাজার এলাকায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে ও বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে আসে কৈলাসহর থানার পুলিশ ও টিএসআর বাহিনী। অবরোধের কারণে রাস্তার দুই ধারে আটকে পড়ে ছোট বড় শতাধিক গাড়ি। যার ফলে সৃষ্টি হয় যানজটের। স্বাভাবিকভাবেই পথচারী থেকে যাত্রী সাধারণ সবাইকে নাজেহাল হতে হয পথ অবরোধের কারণে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দুজন গাড়ির চালককে মারধর করা হয়েছে মূর্তিছড়া এলাকায়। তাদের আটক করে বাগানিরা সবাই মিলে মারধর করেছে। এরই প্রতিবাদে ভটেরবাজারে বিক্ষোভে শামিল হয় স্থানীয়রা। পরে সমরুরপার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ দাস ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোপ আলোচনা করে মীমাংসা করেন।
সিদ্ধান্ত হয় রবিবার ভটেরবাজারে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই আশ্বাস পেয়ে স্থানীয়রা শেষ পর্যন্ত তাদের বিক্ষোভ বন্ধ করেন। তবে স্থানীয়দের তরফে মূর্তিছরা চা বাগানিদের বিরুদ্ধে এদিন লিখিত একটি অভিযোগ দায়ের করা হয় কৈলাসহর থানায়।