স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ আগস্ট।। এডিসি প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় বসে গেলেন রাজ্যের সমস্ত তিপ্রাসা (জনজাতি) সাংবাদিক, ককবরক মিডিয়া হাউস এবং ইউটিউবাররা। এডিসির তথ্য ও সাস্কৃতি দপ্তরের বিজ্ঞাপন বণ্টনে বৈষম্য করার অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা।
শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ এডিসির কাউন্সিল ভবনের প্রধান ফটকে রাস্তায় বসে ধর্না আন্দোলন সংগঠিত করেন জনজাতি অংশের সাংবাদিকরা। রাস্তায় আটকে পড়েন এডিসির তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের সমস্ত কর্মচারী এবং কাউন্সিল ভবনের কর্মচারীরা। খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় রাধাপুর থানার পুলিশ।
এদিন বিভিন্ন নিউজ চ্যানেল এবং সংবাদ কর্মীদের সার্বিক উন্নয়নের জন্য ত্রিপুরা ইন্ডিজেনিয়াস পিপলস প্রেস অ্যাসোসিয়েশন (টিপ্পা) এবং টিপ্রাসা ফটো মিডিয়া অ্যাসোসিয়েশন (টিপিএমএ) যৌথভাবে খুমূলুঙ প্রেস ক্লাব, করবুক প্রেস ক্লাব, আম্পি প্রেস ক্লাব, আমবাসা টিপ্রাসা প্রেস ক্লাব, হেজামারা প্রেস ক্লাব, জাম্পুইজালা প্রেস ক্লাব, জিরানিয়া প্রেস ক্লাব এবং খোয়াই টিপ্রাসা প্রেস ক্লাবের সকল সাংবাদিকরা ১১ দফা দাবীতে ধর্না আন্দোলন সংগঠিতকরেন।
ধর্নাস্থলে উপস্থিত ছিলেন খুমূলুঙ প্রেস ক্লাবের সভাপতি অংশুমান দেববর্মা, সম্পাদক রঞ্জিত দেববর্মা, ত্রিপুরা ইন্ডিজেনিয়াস পিপলস প্রেস এসোসিয়েশনের সভাপতি গৌতম দেববর্মা, টিপ্রাসা ফটো মিডিয়া অ্যাসোসিয়েশন সভাপতি বিপ্লব কুমার ত্রিপুরা সহ সাতটি প্রেস ক্লাবের সম্পাদক, সভাপতি এবং সদস্যরা।