স্টাফ রিপোর্টার, বক্সনগর, ২৪ আগস্ট।। ২৮ আগস্ট থেকে উপনির্বাচনে নিযুক্ত ভোট কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ শুরু। ২০ বক্সনগর ও ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গ্রহণের কাজে নিযুক্ত ভোট কর্মীদের সোনামুড়া দ্বাদশশ্রেণী বালিকা বিদ্যালয়ে আগামী ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত পোষ্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণ প্রক্রিয়া প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে।
উল্লেখ্য, ২০- বক্সনগর কেন্দ্রে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সিপাহীজলা জেলার সিনিয়র ডেপুটি কালেক্টর। এছাড়া বিডিও বক্সনগর, সোনামুড়া মহকুমার ডেপুটি কালেক্টর এবং সোনামুড়া রেভিনিউ সার্কেলের ডেপুটি কালেক্টর ও ম্যাজিস্ট্রেট অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন। ২০-বক্সনগর কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৪৩ হাজার ৮৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২২ হাজার ১৬৬ জন এবং মহিলা ভোটার ২০ হাজার ৯২১ জন রয়েছেন। এছাড়াও সার্ভিস ভোটার ৭৫ জন, ৮০ উর্ধ্ব ভোটার ৫১০ জন এবং দিব্যাঙ্গ ভোটার রয়েছেন ১৯৮ জন। ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা। এছাড়া এই কেন্দ্রে কাঁঠালিয়া ব্লকের বিডিও, সোনামুড়া মহকুমার ডেপুটি কালেক্টর নং ৩ এবং কাঁঠালিয়া ব্লকের অতিরিক্ত বিডিও অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। ২৩- ধনপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৫০ হাজার ১৪৭ জন।
এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২৫ হাজার ৯৪৪ জন এবং মহিলা ভোটার ২৪ হাজার ২০৩ জন রয়েছেন। তাছাড়াও এই কেন্দ্রে সার্ভিস ভোটার রয়েছেন ৮৫ জন, ৮০ উর্ধ্ব ভোটার রয়েছেন ৭০৭ জন এবং দিব্যাঙ্গ ভোটার ২৬৫ জন রয়েছেন।এদিকে, ৮০ ঊর্ধ্ব ভোটার এবং দিব্যাঙ্গজনরা বাড়িতে নাকি নিজস্ব ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে ভোটদান করবেন। ২০-বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৫১টি এবং ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৫৯টি।