জয়পুর, ২৪ আগস্ট।। ভারতের থেকে আশা রয়েছে বিশ্বের, আমাদের প্রত্যাশা রয়েছে দেশের তরুণদের কাছে। এই মন্তব্য করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। বৃহস্পতিবার রাজস্থানের জয়পুরের ইন্ডিয়া @ ২০৪৭, এনআইআইএমএস বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অংশ নেন অনুরাগ ঠাকুর।
এই অনুষ্ঠানে তিনি বলেছেন, “তরুণরা আমাদের দেশের বর্তমান ও ভবিষ্যৎ। তাদের শক্তি ও উদ্যম অয়স্কর্ষণী। ভারত থেকে বিশ্বের আশা আছে এবং দেশের তরুণদের কাছ থেকে আমাদের আশা আছে। চন্দ্রযান-৩ মিশনের সাম্প্রতিক সাফল্য মহাকাশ কর্মসূচির প্রতি তরুণদের উৎসাহকে আরও বাড়িয়ে দেবে।” তিনি আরও বলেছেন, “ভারত বিশ্বের উজ্জ্বল স্থানে রয়েছে, তা স্টার্ট-আপে হোক অথবা আত্মনির্ভরতা কিংবা প্রতিরক্ষা সরঞ্জাম।”
ভারতের চন্দ্রযান-৩ মিশনের সাফল্য প্রসঙ্গে অনুরাগ ঠাকুর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “গতকাল চাঁদে চন্দ্রযান-৩-এর সফল অবতরণের পর তরুণদের মধ্যে উন্মাদনা দেখা দিয়েছে। তরুণরা মনে করে যে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দেশের বৃদ্ধির জন্য সবকিছু করতে প্রস্তুত।”