স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৪ আগস্ট।। বৃহস্পতিবার সাত সকালে বিশালগড় থানা এলাকায় দুই জনের মৃতদেহ উদ্ধার হয়। তার মধ্যে একটি খুন বলে অভিযোগ। প্রথম ঘটনা বিশালগড় প্রভুরামপুরস্থিত কেন্দ্রীয় সংশোধনাগার সংলগ্ন চা-বাগানে। মুড়াবাড়ির রাকেশ আচার্যের মৃতদেহ উদ্ধার হয়। বুধবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তার মৃতদেহ দেখে খুনের সন্দেহ প্রকাশ করেন রাকেশের স্ত্রী। দ্বিতীয় ঘটনা বিশালগড় কদমতলী এলাকায়।
মায়া রানী দেবনাথের মৃতদেহ উদ্ধার হয় নিজ ঘরে।বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়েছিলেন রাকেশ আচার্য। বিকাল গড়িয়ে সন্ধ্যা এবং রাত। বাড়ি ফিরেনি রাকেশ। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও তার কোন হদিশ পায়নি। বৃহস্পতিবার সকালে চা বাগানের পাশে তার মৃতদেহ দেখতে পান এলাকার লোকজন। খবর পেয়ে পরিবারের লোকজন পৌঁছে। বিশালগড় থানার পুলিশ সেখানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করে। পরিবারের দাবি রাকেশকে খুন করা হয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এদিকে, বিশালগড় কদমতলী এলাকায় নিজ ঘরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মায়া রানী দেবনাথ নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়।
মৃতার পুত্রবধূ প্রথমে মৃতদেহ দেখতে পায়। পরে খবর দেয়া হয় বিশালগড় থানায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করে। এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে ওই মহিলা দীর্ঘদিন যাবৎ অসুস্থ। ধারণা করা হচ্ছে রোগ যন্ত্রণা থেকে মুক্তি পেতে ফাঁসিতে আত্মহত্যা করেছেন। তবে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।