গুয়াহাটি, ২৪ আগস্ট।। আগেই ঘোষণা করেছেন, আগামী রাখিবন্ধন উৎসবের দিন উদ্বোধন করবেন গুয়াহাটির মালিগাঁওয়ে নির্মীয়মাণ ফ্লাইওভার। এর আগে গতকাল বুধবার রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ আচমকাই ফ্লাইওভারের নির্মাণকার্য পরিদর্শন করতে চলে যান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
আজ বৃহস্পতিবার বেলা ১২:২৪ মিনিটে মুখ্যমন্ত্রী দফতরের অফিশিয়াল ‘এক্স’ হ্যান্ডলে (পূর্ববর্তী টুইটার) কয়েকটি ছবি আপলোড করে এ খবর দিয়ে লেখা হয়েছে, ‘গতকাল রাত ১১:৩০-টার দিকে এইচসিএম ড. হিমন্তবিশ্ব মালিগাঁওয়ে খুব শীঘ্র উদ্বোধনের জন্য নির্মিত ফ্লাইওভার পরিদর্শন করে প্রকল্পে নিয়োজিত কর্মীদের সঙ্গে কথা বলেছেন। এটা অসমের দীর্ঘতম ফ্লাইওভার। আগামী ৩০ আগস্ট জনসাধারণের জন্য এই ফ্লাইওভার উন্মুক্ত করা হবে।’
এদিকে পরিদর্শস্থলে দাঁড়িয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, মালিগাঁও চারিআলি থেকে কামাখ্যা মন্দির রোড এবং পাণ্ডুকে সংযোগকারী ট্রাই-জংশন ২.৬ কিলোমিটার দীর্ঘ চার লেনের ফ্লাইওভারটি ৩০ আগস্ট রাখি বন্ধন উৎসবের দিন উদ্বোধন করা হবে। তিনি জানান, এই উড়ালপুল নির্মাণে মোট ৪২০ কোটি টাকা খরচ হয়েছে। এর আগেও তিনি নির্মীয়মাণ উড়ালপুলটি পরিদর্শন করে কাজের মান ইত্যাদি খতিয়ে দেখেছেন।