নয়াদিল্লি, ২৪ আগস্ট।। জি-২০-তে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগে আস্থা তৈরি করাই প্রধান দায়িত্ব। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজস্থানের জয়পুরে আয়োজিত জি-২০ বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আমরা নীতিগত স্থিতিশীলতা এনেছি।
আমরা আগামী কয়েক বছরে ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মহামারী থেকে ভূ-রাজনৈতিক পরিস্থিতি পর্যন্ত বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ বিশ্ব অর্থনীতিকে পরীক্ষা করেছে। বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জি-২০ বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, জি-২০-তে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগে আস্থা তৈরি করা আমাদের দায়িত্ব। আমাদের অবশ্যই স্থিতিস্থাপক এবং অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক মূল্য শৃঙ্খল তৈরি করতে হবে যা ভবিষ্যতের ধাক্কা সহ্য করতে পারে। রাজস্থানের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, এই অঞ্চল গতিশীল এবং উদ্যোগী মানুষের জন্য পরিচিত।
ইতিহাস জুড়ে বাণিজ্য ধারণা, সংস্কৃতি এবং প্রযুক্তির বিনিময়ের দিকে পরিচালিত করেছে। বাণিজ্য ও বিশ্বায়ন কয়েক কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছে। আমরা ভারতীয় অর্থনীতিতে বিশ্বব্যাপী আশাবাদ ও আস্থা দেখতে পাচ্ছি। ভারতকে উন্মুক্ততা, সুযোগ এবং বিকল্পের সমন্বয় হিসাবে দেখা হয়। গত নয় বছরে, ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে যা আমাদের নিরন্তর প্রচেষ্টার ফল।