স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ আগস্ট।। জনজাতি ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড প্রদানের ক্ষেত্রে দপ্তরের গদাই লস্কড়ি ভূমিকার প্রতিবাদে বিক্ষোভে শামিল হল ত্রিপুরার জনজাতি ছাত্র সংগঠন ট্রাইভেল স্টুডেন্টস ইউনিয়ন ( টি এস ইউ )।
প্রায় এক বছর যাবত স্টাইপেন্ড বঞ্চনার প্রতিবাদে উপজাতি কল্যাণ দপ্তরে দফায় দফায় ডেপুটেশন প্রদান করেও কোন সুফল মেলেনি বলে অভিযোগ।বঞ্চিত ছাত্রছাত্রীরা যতবারই দপ্তরের আধিকারিকের সাথে ডেপুটেশনে মিলিত হয়েছেন ততবারই তাদেরকে কেবল তারিখের পর তারিখ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন টিএসইউ নেতৃত্বরা। গত ৯ আগস্ট ডেপুটেশন প্রদানকালে দপ্তরের তরফে জানানো হয়েছিল ১৫ ই আগস্ট নিজ নিজ ব্যাংক একাউন্টে স্টাইপেন্ড প্রদান করা হবে। কিন্তু বুধবার ২৩ আগস্ট পর্যন্ত স্টাইপেন্ড বঞ্চিত প্রায় ৫০০ জন ছাত্র ছাত্রীর মধ্যে কারোর একাউন্টে কোন টাকা জমা পড়েনি। অথচ এইসব ছাত্রছাত্রীরা কেউ নার্সিং পড়ছেন আবার কেউ বি এড করছেন এই স্কলারশিপের ওপর নির্ভর করে।
যার ফলে আর্থিকভাবে নিদারুন সমস্যার সম্মুখীন এই স্টাইপেন্ড বঞ্চিত ছাত্রছাত্রীরা। টি এস ইউ নেতৃত্বের জিজ্ঞাসা নামে উপজাতি কল্যাণ দপ্তর হলেও কাদের স্বার্থে ও উন্নয়নে কাজ করছে সংশ্লিষ্ট দপ্তর। অবিলম্বে এই স্টাইপেন্ড বঞ্চনার অবসান না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দিয়েছেন টিএসইউ নেতৃত্বরা।