স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ আগস্ট।। চাঁদে চন্দ্রযান-৩ এর সফল অবতরণে রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য সমস্ত দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল বলেন, আজকের দিনটি ভারতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। কেননা আজ ভারত চাঁদে তিরঙ্গা পতাকা প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে।
তিনি আরও বলেন, এই দিনটি শুধুমাত্র ভারত নয় গোটা বিশ্বের জন্যই এক আনন্দের দিন। এই দিনটির জন্য আমাদের বৈজ্ঞানিকগণ বহু বছর ধরে পরিশ্রম করে আসছেন। সেজন্য রাজ্যপাল ইসরোর বৈজ্ঞানিক ও সংশ্লিষ্ট আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন।এদিকে, চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩’র সফল অবতরণে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা ইসরোর বৈজ্ঞানিক ও কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চন্দ্রযান-৩ চাঁদের মাটি স্পর্শ করেছে। এই ঐতিহাসিক মুহুর্ত দেশ ও রাজ্যবাসীকে গর্বিত করেছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, আজ ভারতবাসীর কাছে আনন্দ ও গর্বের দিন। এই দিনটির জন্য ইসরোর বৈজ্ঞানিক ও কর্মীগণ কয়েক বছর ধরে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তাঁদের ঐকান্তিক প্রচেষ্টা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উৎসাহ দেশবাসীর কাছে আজ এই সাফল্যের দিনটি নিয়ে এসেছে। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর পক্ষ থেকেও ইসরোর বৈজ্ঞানিক ও কর্মীদের অভিনন্দন জানিয়েছে।