স্টাফ রিপোর্টার, চুড়াইবাড়ি, ২২ আগস্ট।। নেশা বিরোধী অভিযানে আবারো সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানার পুলিশ। মঙ্গলবার ত্রিপুরার প্রবেশদ্বার চুড়াইবাড়ি নাকা পয়েন্টে পুলিশের তল্লাশি অভিযানে উদ্ধার হল ৩০ কেজি শুকনো গাঁজা। অভিযানকালে পুলিশ ২ পাচারকারীকে আটক করেছে। ধৃতদের মধ্যে একজন সিধাই থানাধীন হেজামারার বাসিন্দা সুদীপ কর্মকার এবং খোয়াই হাতি মারার বাসিন্দা দিমালী দেববর্মা। সম্পর্কে এরা আবার স্বামী স্ত্রী বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
একটি বিলাসবহুল গাড়িতে ছোট-বড় প্রায় ৬১টি প্যাকেটে তারা শুকনো গাঁজা নিয়ে যাচ্ছিল গাড়ির গোপন চেম্বারে করে। বিলাসবহুল গাড়ির নম্বর টিআর০৪ই-০৭৬৮। কিন্তু গাড়ির বিভিন্ন জায়গায় চেম্বার বানিয়ে গঁজার প্যাকেটগুলিকে সেই আকারে তৈরি করা হয়েছিল পুলিশের নজর এড়ানোর জন্য। কিন্তু শেষ রক্ষা হয়নি। চুড়াইবাড়ি গেট অতিক্রম করে অসমে প্রবেশের আগেই সূত্র মারফত খবর পেয়ে যায় সংশ্লিষ্ট থানার পুলিশ।
সেই অনুযায়ী নাকা পয়েন্ট তল্লাশি চালিয়ে বিলাসবহুল গাড়ির ভিতর থেকে গাঁজাসহ দুইজনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে চুরাইবাড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। আগামীকাল ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে পেশ করা হবে বলে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।