রাঁচী, ২২ আগস্ট : ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আগামী ২৯ আগস্ট একটি অনুষ্ঠানে রাজ্যের যুবকদের হাতে চাকরির নিয়োগপত্র প্রদান করবেন। স্পোর্টস স্টেডিয়াম আট লেন রোডের ধানবাদে আয়োজিত একটি অনুষ্ঠানে এই নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে সূত্রের তরফে জানা গিয়েছে।
সম্প্রতি সোরেন চাইবাসায় নিয়োগপত্র দেওয়ার পর এখন তিনি ধানবাদে যুবকদের নিয়োগপত্র দেবেন।এই কর্মসূচি আয়োজনের বিষয়ে জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে এই চিঠি পাঠানো হয়। এই চিঠিতে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। ২৯ আগস্ট প্রায় ১০ হাজার যুবকের কর্মসংস্থান হবে বলেও সূত্রের তরফে জানা গিয়েছে। নিয়োগপত্র বিতরণের এই অনুষ্ঠানটি শুধুমাত্র ধানবাদে অনুষ্ঠিত হবে।
কিন্তু উত্তর ছোটনাগপুরের সব জেলার যুবকরা এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন।শ্রম কর্মসংস্থান প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগ এই নিয়োগপত্র প্রদানের অনুষ্ঠানের আয়োজন করছে। ইদানিংকালে হেমন্ত সোরেন ক্রমাগত যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। হাজারিবাগ, কোডারমা, গিরিডিহ, ধানবাদ, বোকারো, চাতরা, রামগড় জেলার যুবকরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে।