ট্রাফিক পুলিশের নয়া ফরমানের প্রতিবাদে আগরতলায় রাজপথ অবরোধ টমটম চালকদের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ আগস্ট।। রাজধানী আগরতলা শহরে ট্রাফিক ব্যাবস্থা নিয়ে প্রশ্ন তুলল টমটম চালকরা। টমটম চালকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। ট্রাফিক পুলিশ প্রশাসন কিছুদিন অন্তর অন্তর নয়া ফরমান জারি করে। তাতে হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। পাশাপাশি রোজগারেও ভাটার টান পড়ছে। এর প্রতিবাদে আগরতলা শহরে শনিবার রাজপথ অবরোধ করলেন টমটম চালকরা।

অভিযোগ, ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করার নাম করে পরিবর্তন হচ্ছে ট্রাফিক পুলিশের নিয়ম-কানুন। মর্জি মাফিক নিয়ম-কানুন বানিয়ে শহরে লাগু করে সৃষ্টি করছে ট্রাফিক জ্যাম এবং বাড়ছে জনসাধারণের দুর্ভোগ। রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী – কামান চৌমুহনী পর্যন্ত কোন টমটম চালককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মোটর স্ট্যান্ড থেকে কামান চৌমুহনী পর্যন্তও যাতায়াত করতে দিচ্ছে না ট্রাফিক পুলিশ। বেরিকেট নিয়ে দাঁড়িয়ে টমটম চালকদের ঘুরিয়ে দিচ্ছে আর এম এস চৌমুহনী এবং জ্যাকসেন গেট দিয়ে।

আর এতে রোজগারে টান পড়ছে মোটর শ্রমিকদের। শনিবার এরই প্রতিবাদে শামিল হল ই রিক্সা এবং টমটম চালকরা। শ্রমিক বিরোধী এই সিদ্ধান্ত মেনে নিতে না পারায় রাস্তায় বসে পড়েন টমটম ও ই-রিক্সা শ্রমিকরা। শেষ পর্যন্ত বিষয়টি যখন জটিল আকার ধারণ করে তখন ট্রাফিক পুলিশ ও নড়েচড়ে বসতে বাধ্য হয়। তড়িঘড়ি পশ্চিম থানায় অবরোধকারীদের মধ্যে নেতৃত্বে থাকা সকলকে ডেকে নিয়ে যায় পুলিশ। সদর মহকুমা পুলিশ আধিকারিকদের সামনে সিদ্ধান্ত হয় আগামী সোমবার বিষয়টি নিয়ে পরিবহণ দপ্তরের বৈঠক হবে। পরবর্তী সময়ে আন্দোলন প্রত্যাহার করার আগে অবরোধকারীরা জানায় এই রাস্তা দিয়ে চললে সবাই চলবে, না হলে সবার জন্য এই রাস্তা বন্ধ করতে হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?