স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ আগস্ট।। বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে আজ থেকে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে দু’দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এই আলোকচিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এবারের প্রদর্শনীর বিষয় হচ্ছে ত্রিপুরা ট্যুরিজম। আলোকচিত্র প্রদর্শনীতে রাজ্যের ফটো জার্নালিস্টদের তোলা ছবি প্রদর্শিত হয়েছে। আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, রাজ্য সরকার পর্যটনের বিকাশে বিশেষ গুরুত্ব দিয়েছে। গত বছর প্রচুর সংখ্যক পর্যটক রাজ্যে এসেছেন। এদের মধ্যে বিদেশী পর্যটকের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। পর্যটনকে প্রাধান্য দিয়ে ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কর্তৃক এ ধরণের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করায় মুখ্যমন্ত্রী উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, ছবি সবসময় কথা বলে। তার কোন ব্যাখ্যার প্রয়োজন হয় না। ফটোগ্রাফির মাধ্যমে মানুষকে আবেদন জানানো যায়। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রদর্শিত ফটোগুলি সামাজিক মাধ্যমে তুলে ধরা হলে দেশ বিদেশের পর্যটকরা রাজ্যে ভ্রমনের জন্য আরও বেশি আকৃষ্ট হবেন।
মুখ্যমন্ত্রী প্রদর্শিত ছবিগুলি ঘুরে দেখেন। তিনি নিজের হাতে ক্যামেরা তুলে নিয়ে বেশ কিছু ছবি তুলেন। আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনীর অনুষ্ঠানে আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, আগরতলা প্রেসক্লাবের সম্পাদক রমাকান্ত দে, ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রলয়জিৎ পাল, সম্পাদক অভিষেক। সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।