স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ আগস্ট।। শনিবার যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরার প্রয়াত মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৫ তম জন্মজয়ন্তী পালন করল প্রদেশ বিজেপি। এই উপলক্ষে প্রদেশ বিজেপি কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসার ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে শেষ মহারাজ ছিলেন বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। ২০১৮ সালের আগে রাজ্যে যে সরকার প্রতিষ্ঠিত ছিল তারা কখনো মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের ইতিহাস এবং আধুনিক ত্রিপুরা গড়ে তোলার যে পরিকল্পনা ছিল সেটা সামনে আনেনি। কিন্তু ২০১৮ সালে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আগের সরকারের মতো ভোট বাক্সের জন্য রাজনীতি না করে মহারাজার প্রতি যথাযথ সম্মানের ব্যবস্থা করেছে। তাছাড়া, মহারাজা শান্তি সম্প্রীতি রাজ্যে বজায় রাখার যে চেষ্টা করেছিলেন সেটা যাতে অটুট থাকে সেদিকে গুরুত্ব দিয়ে বর্তমান সরকার দায়িত্ব পালন করে চলেছে।
এদিকে, মহারাজা বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে শনিবার সকালে আগরতলা শহরে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য আধুনিক ত্রিপুরায় রূপকার ছিলেন। মহারাজার চিন্তাভাবনার প্রতি সম্মান জানিয়ে বর্তমান সরকার কাজ করে চলেছে।