নয়াদিল্লি, ১৯ আগস্ট।। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার সংশোধিত কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর বিল, ২০২৩ এবং সমন্বিত পণ্য ও পরিষেবা কর বিল ২০২৩-এর অনুমোদন দিয়েছেন। সম্প্রতি সংসদে এই দু”টি বিল অনুমোদিত হয়।
কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর (সংশোধন) বিল, ২০২৩ আসলে কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর আইন ২০১৭ সংশোধন করেছে, অন্যদিকে, সমন্বিত পণ্য ও পরিষেবা কর (সংশোধন) বিল, ২০২৩, সমন্বিত পণ্য ও পরিষেবা কর আইন ২০১৭-কে সংশোধন করবে৷ রাষ্ট্রপতির সম্মতির পর এই দু”টি বিল আইনে পরিণত হয়েছে।