শ্রীনগর, ১৮ আগস্ট : জম্মু ও কাশ্মীরে আরও একবার বড়সড় অভিযানে নামল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। শুক্রবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের মোট ৮টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ।
তল্লাশি অভিযান চলছে জম্মু ও কাশ্মীরের শোপিয়ান এলাকাতেও। এনআইএ জানিয়েছে, বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের ক্যাডার এবং ওভার গ্রাউন্ড ওয়ার্কার্স এবং তাদের সহযোগীদের নির্দেশে বিভিন্ন ছদ্ম নামে পরিচালিত সন্ত্রাসী এবং নাশকতামূলক কার্যকলাপ চালানোর অপরাধমূলক ষড়যন্ত্রের একটি মামলার সঙ্গে সম্পর্কিত এই অভিযান। এ বিষয়ে গত বছরের ২১ জুন একটি মামলা দায়ের করেছিল এনআইএ।এদিকে, জম্মু ও কাশ্মীরে পুলিশের জালে ধরা পড়ল দুই জঙ্গি মদতদাতা।
শুক্রবার সকালে সোপোরে পুলিশ জানিয়েছে, লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের দুই ওভার গ্রাউন্ড ওয়াকার্সকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পিস্তলের ৮টি গুলি ও গ্রেনেড। এই গ্রেফতারিতে এফআইআর দায়ের করা হয়েছে।