শিমলা, ১৮ আগস্ট : ভয়াবহ ভূমিধসের পর ৪-দিন অতিক্রান্ত, হিমাচল প্রদেশের শিমলার সামার হিল এলাকায় এখনও উদ্ধারকাজ জারি রয়েছে। শুক্রবার পঞ্চম দিনে পড়ল উদ্ধারকাজ।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ইন্সপেক্টর নাসিফ খান বলেছেন, তল্লাশি অভিযান পঞ্চম দিনে পড়ল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনাবাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও অন্যান্য উদ্ধারকারী দল তল্লাশি অভিযান চালাচ্ছে। ৮০ শতাংশ এলাকায় ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালানো হয়েছে। অভ্যন্তরীন অংশে মেশিন পৌঁছতে পারছে না।উল্লেখ্য, গত ১৪ আগস্ট ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে শিমলায় সামার হিল এলাকায়।
৪-দিন কেটে গিয়েছে, অথচ এখনও ৮ জন নিখোঁজ। তবে, ওই ৮ জনের বেঁচে থাকার আর কোনও সম্ভাবনাও নেই। এনডিআরএফ-এর ১৪ নম্বর ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড বি এস রাজপুত বলেছেন, উদ্ধারকাজে বিশেষ প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে।