উদয়পুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় দোষী সাব্যস্ত স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১০ আগস্ট।। স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড। উদয়পুরের আদালত আসামিকে সাজা ঘোষণা করেছে। আজ থেকে বার বছর আগে দক্ষিণ জেলার পি আর বাড়ি থানার অন্তর্গত রাধানগরের বাসিন্দা ভুবন‌ দের মেয়ে ঝর্না দের সঙ্গে সামাজিক ভাবে বিয়ে হয় উদয়পুর টেপানিয়ার বাসিন্দা জগদীশ ঘোষের ছেলে রূপক ঘোষের। বিয়ের পর বেশ কয়েক বছর ভালো চলছিল তাদের সংসার। দুই‌সন্তান রয়েছে তাদের।

এরমধ্যে ২০২০ সাল থেকে সংসারে শুরু হয় ঝামেলা। ২২ শে অক্টোবর ২০২০ সালে বিবাদের মধ্যেই উত্তেজিত হয়ে রূপক তার স্ত্রীকে হঠাৎ লাঠি দিয়ে আঘাত করে। আঘাতে ঝর্না রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এমত অবস্থায় গুরুতর আহত ঝর্নাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসরা ঝর্নাকে মূত বলে ঘোষণা করেন।

ঝর্নার পরিবারের পক্ষ থেকে রাধাকিশোরপুর থানায় মামলা দায়ের করা হয় রূপকের বিরুদ্ধে। পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করে। মামলার নম্বর ১৫১/২০২০। ৪৯৮( এ)/৩০২/৩৪ আই পি সি ধারায় মামলা নিয়ে আসামীকে ৩/১২/২০২০ গ্ৰেপ্তার‌ করে। পরে পুলিশ আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ শুনানির পর ২১ জন বাদী পক্ষের সাক্ষ বাক্য‌ গ্ৰহণ করে বূহস্পতিবার বিচারক রায় ঘোষণা করেন। আদালতের রায়ে রূপক ঘোষকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়। সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?