আগরতলা বড়জলায় পুলিশকর্মীর বেপরোয়া বাইকের ধাক্কায় প্রাণ হরালেন ব্যাঙ্ককর্মী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ আগস্ট।। পথের বলি হয়ে আগরতলায় প্রাণ হারালেন এক ব্যক্তি। মৃতের নাম আশীষ কুমার ঘোষ। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে রাজধানী শহর সংলগ্ন বড়জলায়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী দ্রুত গতিতে আসা এক পুলিশ কনস্টেবল এর মোটর বাইকের সঙ্গে ধাক্কা লেগে আশিস কুমার ঘোষ রাস্তায় ছিটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল অল্পবিস্তার আহত হন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তবে সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে তড়িঘড়ি কেটে পড়ে সেই পুলিশ কনস্টেবল। জানা গেছে, মৃত ব্যক্তি আশীষ কুমার ঘোষ ভারতীয় স্টেট ব্যাংকের উষা বাজার শাখায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি রাজধানীর কের চৌমুহনী এলাকায়। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও তিনি কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মোটর বাইকে করে। কিন্তু বড়জলা মহান ক্লাবের সামনে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা মাত্র দুইদিন আগে রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে রাজ্যে পথ দুর্ঘটনার বার বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং তা রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করেছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর সতর্কবার্তার পরও এক পুলিশ কনস্টেবলের বেপরোয়া যান চালনার শিকার হয়ে প্রাণ দিতে হল একজন সাধারণ নাগরিককে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রীর বার্তা কতটা আমল পেয়েছে রাজ্য পুলিশ মহলে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?