ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ আগস্ট।। ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে ৯ আগস্ট বুধবার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি। কংগ্রেস ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেই সাথে কংগ্রেসের অন্যান্য সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।

স্বাধীনতা দিবসের প্রাক লগ্নে ১৯৪২ সালের এই দিনে ব্রিটিশদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী। তাঁর এই আহ্বানে সাড়া দিয়ে অগণিত কংগ্রেস কর্মী সমর্থক ও দেশপ্রেমিক এই ভারত ছাড়ো আন্দোলনের সামিল হয়ে সর্বোচ্চ বলিদান দিয়েছিলেন। তাদের আত্ম বলিদানের ফলেই বর্তমানে স্বাধীন ভারত বর্ষ বলে দাবি করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা।

তিনি বলেন, ইংরেজদের বিরুদ্ধে লাগাতর আন্দোলন কর্মসূচি সংগঠিত করে আত্ম বলিদানে পিছুপা হননি দেশ মাতৃকার বীর সৈনিকরা। পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করতে তৎকালীন সময়ে অনেক মায়ের বুক খালি হয়েছিল। ইংরেজদের পাশবিক অত্যাচারের শিকার হতে হয়েছিল অনেক মা বোনকে। ফলশ্রুতিতে ১৫ই আগস্ট ১৯৪৭ সালে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছিল। এরপর থেকেই দেশ মায়ের বীর শহীদ সন্তানদের স্মরণে এই দিনটিকে ভারত ছাড়ো দিবস হিসাবে পালন করা হয়ে থাকে।

এদিন রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীস্থিত কংগ্রেস ভবনের সামনে পতাকা উত্তোলন ও শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করেন কংগ্রেস নেতৃত্বরা। প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা সমীর রঞ্জন বর্মন, কংগ্রেস বিধায়ক গোপাল রায়, দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্য শাখা সংগঠনের বিশিষ্ট নেতৃবৃন্দ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?