স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ আগস্ট।। মণিপুর ইস্যুতে বুধবার আগরতলা শহরে মিছিল সংগঠিত করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। মিছিলটি শুরু হয় রাজধানীর মুক্তধারা প্রাঙ্গণ থেকে। মিছিলটি শহরে বিভিন্ন পরিক্রমা করে। উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।
সুদীপ রায় বর্মন বলেন, মনিপুর জ্বলছে। প্রধানমন্ত্রীর এ বিষয়ে কথা বলার সময় নেই। তিনি নির্বাচনে প্রচারে ব্যস্ত। আজকে এই মিছিল থেকে সরকারকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যাতে মণিপুরের শান্তি ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়।
আন্তর্জাতিক আদিবাসী দিবস প্রসঙ্গে তিনি বলেন, অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। জনজাতিরা যে জায়গায় ছিল সেই জায়গায় রয়ে গেছে। অনুন্নয়নের ছোঁয়া সারা দেশ জুড়ে। জনজাতিরা এটা উপলব্ধি করে কংগ্রেসের দিকে ঝুকছে। জাতীয় কংগ্রেস ছাড়া আদিবাসীদের উন্নয়ন সম্ভব নয় বলে দাবি করেন বিধায়ক সুদীপ রায় বর্মন।
তিনি বলেন, রাজ্যের জনজাতিরাও বুঝতে পেরেছে অনেক হয়েছে। এখন জনজাতিরা অন্যান্য দলের উপর আর কোন বিশ্বাস নেই। সংসদে পড়ে থাকা ১২৫ নং বিল নিয়ে সরকারকে সজাগ করা। মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের অন্যান্যরা।