স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ৯ আগস্ট।। গত এক সপ্তাহের প্রবল বর্ষণে গন্ডাছড়া মহকুমার অন্তর্গত রতননগর এডিসি ভিলেজের সারদা রোয়াজা পাড়ার প্রায় শতাধিক পরিবার বাড়িঘর ছাড়া। বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াল গন্ডাছড়া মহকুমা প্রশাসন।
প্রসঙ্গত গত এক সপ্তাহ ধরে গোটা রাজ্যের সাথে গন্ডাছড়া মহকুমাতেও চলছে প্রবল বৃষ্টি। ডম্বুর জলাশয়ও স্ফীত হয়। এতে গন্ডাছড়া মহকুমার ষাটকার্ড এবং সরমা এলাকার বেশ কিছু বাড়িঘর জলমগ্ন হয়ে পড়ে। কিন্ত বেখবর ছিল প্রশাসন।
মঙ্গলবার রাতে খবর আসে গন্ডাছড়া মহকুমার অন্তর্গত রতননগর এডিসি ভিলেজের সারদা রোয়াজা পাড়ার বেশিরভাগ জায়গায় ডুম্বুর জলাশয়ের জল ঢুকে গিয়েছে। ওই এলাকার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চেল গেছেন।
মঙ্গলবার রাতেই মহকুমা প্রশাসনের কর্মীরা এলাকা সফর করেছেন। পরিস্থিতির দিকে নজর রেখে চলেছেন। যদিও বুধবার বৃষ্টি না হওয়ায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে। তবু এখন ওই এলাকায় জল জমে আছে।