স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ আগস্ট।। সিমনা এলাকায় পুলিশের গাড়িতে অ্যাসিড নিক্ষেপ কান্ডে নয়া মোড়। সোমবার সিমনা বাজারে দুই পক্ষের মারামারিকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে অ্যাসিড ছুড়ে মারার ঘটনায় স্থানীয় সুন্দর টিলা ফাঁড়ির পুলিশ রাজেশ গোয়ালা নামে এক চা বাগান শ্রমিককে গ্রেফতার করেছে। তাকে ছাড়িয়ে নিতে মঙ্গলবার রাত থেকেই চা বাগানের শ্রমিকেরা ফাঁড়ির সামনে বিক্ষোভে বসে। তাদের দাবি ধৃত ব্যক্তি নির্দোষ। তাকে মুক্তি দিলেই বিক্ষোভ প্রদর্শন বন্ধ হবে।
পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেদিনের অ্যাসিড নিক্ষেপ এর ঘটনায় তিনজন স্থানীয় বাসিন্দা ছাড়াও দুই পুলিশ কর্মী অল্পবিস্তর আহত হয়েছিলেন। এই অ্যাসিড নিক্ষেপের ঘটনায় একাধিক অভিযুক্তরা জড়িত রয়েছে। ধৃত রাজেশ গোয়ালাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে অন্যদের আটক করা সম্ভব হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত গত রবিবার চোর সন্দেহে এক চা বাগান শ্রমিককে মারধর করা হয়। এই মারধরের ঘটনাকে কেন্দ্র করে পরদিন সোমবার উত্তেজিত চা বাগান শ্রমিকরা সঙ্ঘবদ্ধভাবে চড়াও হয় সিমনা বাজার এলাকায়।উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে সুবীর দাস, প্রাণতোষ দাস ও কাজল দাস নামে তিন যুবককে নিয়ে আসার সময়ে পুলিশের গাড়ি লক্ষ করে অ্যাসিড নিক্ষেপ করা হয়। এতে তিন যুবক গুরুতর আঘাত প্রাপ্ত হয় এবং দুই পুলিশ কর্মীও অল্প বিস্তর আহত হয়। আহত তিন যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।