স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ আগস্ট।। সিমনা এলাকায় উত্তেজিত জনতার এসিড হামলায় আহত তিন যুবক সহ একাধিক পুলিশকর্মী। ঘটনার সূত্রপাত রবিবার। ওদিন চোর সন্দেহে সিমনা চা বাগানের এক যুবককে পেটায় স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার জেরে সোমবার চা বাগানের কর্মীরা উত্তেজিত হয়ে হামলা চালায় সুবীর দাস, প্রাণতোষ দাস ও কাজল দাসের বাড়িতে। ঘটনার খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ও এস পি ও জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।
উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে তিন যুবককে গাড়িতে করে নিয়ে আসার সময় মারমুখি জনতা পুলিশের গাড়ি লক্ষ্য করে এসিড ছুড়ে মারে। এতে সুবীর দাস, কাজল দাস, প্রাণতোষ দাস সহ দুই পুলিশ কর্মী আহত হয়েছেন। তবে পুলিশ কর্মীদের আঘাত গুরুতর না হলেও সুবির দাস, কাজল দাস ও প্রাণতোষ দাস গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।পুলিশের সামনে এই ঘটনায় স্বাভাবিকভাবে জনগণের মনে প্রশ্ন উঠতে শুরু করছে। এমনিতেই পুলিশের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে। রাজ্যের মুখ্যমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠার ডাক দিলেও একাংশ পুলিশকর্মীর সদিচ্ছা ও কর্তব্যে গাফিলতির কারণে চুরি ডাকাতি সহ নেশার রমরমা চলছে রাজ্যজুড়ে।
বিশেষ করে বাংলাদেশ লাগোয়া সীমান্তবর্তী এলাকা সিমনার মত অঞ্চল দিয়ে চুরি ডাকাতি পাচার বাণিজ্য সহ অবৈধ কার্যকলাপের রমরমা দিন দিন বেড়েই চলেছে। যার ফলে মানুষ পুলিশের উপর আস্থা হারিয়ে নিজের হাতে আইন তুলে নিতে দ্বিধাবোধ করছেন না।