স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ আগস্ট।। বিধানসভা নির্বাচনের চার মাসের মাথায় বড় ধাক্কা খেল পাবিয়াছড়া ব্লক কংগ্রেস। প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভগবান দাসের হাত ধরে ৬৩০ পরিবারের ২১০৯ জন ভোটার যোগ দিলেন বিজেপিতে। বলা যায় তাসের ঘরের মতো ভেঙে গেলো পাবিয়াছড়ার বিরোধী শিবির ।
পাবিয়াছড়া বিধানসভার আদি কংগ্রেস সম্ভ্রান্ত পরিবার থেকে বৃহৎ সংখক ভোটার নিয়ে বিজেপিতে যোগ দিলেন সম্রাট দে। আজ সকাল থেকেই কংগ্রেস দল থেকে একের পর এক পদত্যাগ পত্র বের হতে থাকে। আর তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই যোগদানের এই হিড়িক শাসক দলে।
ভারতীয় জাতীয় কংগ্রোের ঊনকোটি জেলা কমিটির সেক্রেটারি জগদীশ পাল, যুব কংগ্রেসের ঊনকোটি জেলা কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট পদ থেকে সুমন্ত মালাকার, পাবিয়াছড়া ব্লক কংগ্রেস কমিটির বুথ সভাপতি সহ ২১০৯ জন ভোটার আনুষ্ঠানিকভাবে কুমারঘাট নেতাজি চৌমুহনীতে এদিন বিকেলে যোগ দেন বিজেপিতে।
প্রসঙ্গত, বাম কংগ্রেস জোটের প্রার্থীর বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে কান ঘেষা মার্জিনে পাবিয়াছড়াতে জয়ী হয়েছিলেন শাসক দলীয় প্রার্থী ভগবান দাস। আজ দুই সহস্রাধিক ভোটার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাগ দেওয়ায় স্থানীয় বিধায়ক ভগবান দাস যারপরনাই খুশি।