অনলাইন ডেস্ক, ২ আগস্ট।। আবারও ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। দেশটির ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পরিবর্তন করার চেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাকে। যদিও সেই নির্বাচনে পরাজিত হয়েছিলেন তিনি।মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক বার্তাসংস্থা আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তার পরাজয়কে পরিতবর্তন করে ফল উল্টে দেয়ার ষড়যন্ত্র করেছিলেন তিনি। তার বিরুদ্ধে চার দফা অভিযোগ আনা হয়েছে। এরমধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার ষড়যন্ত্র, আলামত নষ্ট করা, একজন স্বাক্ষীর সঙ্গে কারসাজি ও জনগণের অধিকারের সঙ্গে প্রতারণা করার অভিযোগ। ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গার কারণে যে তদন্ত শুরু হয়েছিল, অভিযোগে গঠনের মধ্য দিয়ে তা এখন ট্রাম্পের বিচারের উদ্যোগে গড়াল।
ট্রাম্পের বিরুদ্ধে এ মামলায় তদন্তের নেতৃত্ব দিয়েছেন বিচার বিভাগের নিয়োগ করা বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। ৪৫ পৃষ্ঠার অভিযোগপত্রে ট্রাম্প ছাড়াও ৬ জন ‘ষড়যন্ত্রকারীকে’ অভিযুক্ত করা হয়েছে, যাদের নাম প্রকাশ করা হয়নি। তাদের মধ্যে চারজন আইনজীবী, একজন বিচার বিভাগের কর্মকর্তা এবং আরেকজন রাজনৈতিক পরামর্শক।
অভিযোগপত্রে ট্রাম্পের বিরুদ্ধে অসাধু উপায়ে, প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। বিবিসি জানিয়েছে, এ মামলায় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির আদালতে হাজির হওয়ার কথা রয়েছে ডনাল্ড ট্রাম্পের।
তবে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এ ধরনের অন্যায় করার অভিযোগ অস্বীকার করেছেন। সোশাল মিডিয়ায় তিনি এ মামলাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন। ৭৭ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট আবার আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনী মাঠে ইতিমধ্যে প্রচারণার কাজে নেমে পড়েছেন তিনি।