অনলাইন ডেস্ক, ৩১ জুলাই।। মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।রবিবার এক্ প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক বার্তাসংস্থা আল জাজিরা।
কর্মকর্তারা জানান, দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর সিডনের কাছে অবস্থিত এইন এল-হিলওয়েহ শহরে লেবাননের বৃহত্তম ফিলিস্তিনি শরণার্থী শিবিরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার এক বিবৃতিতে এ সংঘর্ষে কমান্ডার আশরাফ আল-আরমাউচি এবং তার চারজন কমরেডের মৃত্যু নিশ্চিত করেছে ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহ।
ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সি জানায়, অজ্ঞাত বন্দুকধারীরা সশস্ত্র গোষ্ঠীর সদস্য মাহমুদ খলিলকে হত্যার চেষ্টা করার পরে এইন এল-হিলওয়েহ শিবিরে সংঘর্ষ শুরু হয়। পরবর্তীতে খলিলের পরিবর্তে তার একজন সঙ্গীকে হত্যা করে বন্দুকধারীরা।
অন্যদিকে জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস অ্যাজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট (ইউএনআরডব্লিউএ) নিহতের সংখ্যা ছয় জানিয়েছে এবং লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ অ্যাজেন্সি জানিয়েছে যে আহতদের মধ্যে দুই শিশু রয়েছে।
এ ছাড়া এক বিবৃতিতে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, ক্যাম্পের বাইরে সামরিক ব্যারাকে একটি মর্টারশেলের আঘাতে এক সৈন্য আহত হয়, যার অবস্থা বর্তমানে স্থিতিশীল।
জাতিসংঘের তথ্যমতে, ১৯৪৮ সালে ফিলিস্তিনিদের নাকবা বিপর্যয়ের সময় ইসরাইল বাহিনীর হাতে বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিদের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল এই শিবিরটি। প্রায় ৫৫ হাজার লোক ওই শিবিরে বসবাস করে।