অনলাইন ডেস্ক, ৩০ জুলাই।। দেশের সিংহহৃদয় বীর শহিদদের সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে কেন্দ্র শুরু করছে ‘মেরি মাটি মেরা দেশ’ প্রচার অভিযান। ৯ আগস্ট থেকে ওই কর্মসূচির সূচনা হবে দেশজুড়ে। রবিবার ১০৩তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে এই কথাই শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে।
এদিন প্রধানমন্ত্রীকে বলেন, ”এই আলোকিত ব্যক্তিদের স্মরণে দেশের লক্ষাধিক গ্রাম পঞ্চায়েতে বিশেষ শিলালিপিও স্থাপন করা হবে।”, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী।সেই সঙ্গেই মাসিক এই রেডিও অনুষ্ঠানের এবারের পর্বে মোদী উল্লেখ করেছেন অমৃত কলস যাত্রার কথাও। জানিয়েছেন, এই দেশের নানা প্রান্তের মাটি সাড়ে ৭ হাজার পাত্রে জড়ো করা হবে।
এরপর সেই মাটি মিশিয়ে রোপণ করা হবে গাছের চারা। ওয়ার মেমেরিয়ালের কাছে এ ভাবেই অমৃত বাটিকা গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন মোদী । তাঁর মুখে উঠে এসেছে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার কথা। একই ভাবে জল সংরক্ষণ নিয়েও মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে যে উদ্যোগ নেওয়া হয়েছে তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। উত্তর প্রদেশে এক দিনে ৩০ কোটি গাছের চারা লাগানোর যা রেকর্ড তৈরি হয়েছে তা নিয়েও উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। এই উদ্যোগের ভূয়সী প্রশংসাও করেছেন তিনি।
‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের বেশ কিছু প্রান্তে অতিরিক্ত বৃষ্টিপাতের জেরে বন্যার পরিস্থিতির কথা উল্লেখ করেন । তিনি বলেন, আবারও একবার আমরা সকল দেশবাসী সম্মিলিত প্রচেষ্টার শক্তিকে সামনে এনেছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে বিপর্যয় মোকাবিলাকারী দল। এই কাজের জন্য এনডিআরএফ এবং ত্রাণের সঙ্গে জড়িতদের কাজের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী।
এদিন প্রধানমন্ত্রীর কথায় উঠে এল হজ যাত্রার প্রসঙ্গও। তিনি জানিয়েছেন, এই বছর ৪ হাজার মুসলিম মহিলা পুরুষ সঙ্গী ছাড়াই সৌদি আরবে গিয়েছেন হজে। তাঁদের দিকে সবরকমের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মোদী সরকার। নিজের নির্বাচনী ক্ষেত্রে পর্যটনের কথাও বলেছেন মোদী। জানিয়েছেন, প্রতি বছর ১০ কোটি পর্যটক বারাণসীতে আসেন। এই প্রসঙ্গে আমেরিকান পর্যটকদের অমরনাথ যাত্রায় অংশ নেওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, প্রতি মাসের শেষ রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে ভাষণ দেন মোদী। ২০১৪ সালে প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর থেকেই চলছে এই অনুষ্ঠান। আজও ‘মন কি বাত’ অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী। ৩০ জুলাই মন কি বাত অনুষ্ঠানের ১০৩ তম পর্ব। এই রেডিও অনুষ্ঠানে মোদীর মুখে উঠে এসেছে দেশের বিভিন্ন প্রসঙ্গ। দেশের বিভিন্ন প্রান্তে মোদীর অনুগামী, বিজেপি নেতা, সাধারণ মানুষ সরাসরি শুনেছেন প্রধানমন্ত্রীর বক্তব্য।