স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ জুলাই।। রক্তদান সম্পর্কে এখনও সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। এই বাধা দূর করতে পারলে আগামীদিনে জরুরি প্রয়োজনে কখনোই রক্তের অভাব হবে না। আজ বিশালগড় মহকুমার গোকুলনগরের তপোবন আশ্রমে এক রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তপোবন আশ্রমে একটি যাত্রীনিবাসেরও দ্বারোদঘাটন করেন। আশ্রমে মুখ্যমন্ত্রী এদিন পুজোও দেন।
রক্তদান শিবির ও যাত্রীনিবাসের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আরও বলেন, রক্তদানের একটি আলাদা অনুভূতি রয়েছে, যার কোনও তুলনা হয় না। রক্তদানের ফলে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানের ফলে মুমূর্ষু রোগীরা যেমন উপকৃত হন তেমনি রক্তদাতাগণও লাভবান হন। বর্তমানে রাজ্যে প্রায় ৪২ হাজার ইউনিট রক্ত মজুত রয়েছে, যা রাজ্যের প্রয়োজনের তুলনায় খানিকটা বেশি।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক অন্তরা সরকার দেব, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছন্দা দেববর্মা, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, সিপাহীজলা জেলার পুলিশ সুপার বি রেড্ডি ও বিশালগড় মহকুমার মহকুমা শাসক বিনয় ভূষণ দাস প্রমুখ। রক্তদান শিবিরে মোট ১১ জন রক্তদান করেন।