স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ জুলাই।। পাইতুর বাজারের বাসিন্দা তনু সিনহার (৬২) সফল হার্নিওপ্লাস্টি অস্ত্রোপচার করা হয়। সম্প্রতি তিনি বিভিন্ন সমস্যা নিয়ে ঊনকোটি জেলা হাসপাতালের বহির্বিভাগে আসেন। বহির্বিভাগের চিকিৎসকগণ তার প্রাথমিক লক্ষণ দেখে সার্জিক্যাল ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন।
তখন তিনি হাসপাতালের চিকিৎসক সার্জন ডাঃ সুব্রত কিশোর দেববর্মার সাথে যোগাযোগ করেন। তিনি রোগীর পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেখে হার্নিওপ্লাস্টি চিহ্নিত করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
এরপর গত ১৪ জুলাই ডাঃ সুব্রত কিশোর দেববর্মার নেতৃত্বে এক মেডিক্যাল টিম রোগীর হার্নিওপ্লাস্টি’র সফল অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের সময় ছিলেন এনেসথেসিস্ট ডাঃ রূপময় দাস, পি জি সার্জন ডাঃ গৌথাম কৃষ্ণ, ৩টি স্টাফ নার্স করুণা দেববর্মা, ৩টি টেকনিশিয়ান মিঠুন মল্ল এবং সুরঞ্জিত দাস। বর্তমানে তনু সিনহা চিকিৎসকদের তত্বাবধানে রয়েছেন।
জেলা হাসপাতালেই এই ধরনের অস্ত্রোপচারের সুবিধা পেয়ে রোগীর পরিবার পরিজনেরা খুশি এবং চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য রাজ্যের জিবিপি হাসপাতালের পাশাপাশি জেলা হাসপাতালগুলিতেও সাফল্যের সঙ্গে বিভিন্ন ধরনের জটিল অস্ত্রোপচার করা হচ্ছে। ফলে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ।