স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ জুলাই।। বিশ্ব জনসংখ্যা দিবস- ২০২৩ উপলক্ষে আজ পশ্চিম ত্রিপুরা জেলায় জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে প্রচার অভিযানের সূচনা হয়েছে। এই প্রচার অভিযানের অঙ্গ হিসেবে একটি সারথি রথ জেলার বিভিন্ন এলাকা পরিক্রমা করবে।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে এই সারথি রথ আগামী ৪দিন জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র, বিভিন্ন জনবহুল এলাকা, বাজার ও ইটভাটা এলাকায় প্রচার চালাবে। জনসাধারণের মধ্যে পরিবার কল্যাণ ও জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ পরিবার পরিকল্পনা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে পারে।
এবছরের মূল স্লোগান হল ‘আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে আসুন, আমরা পরিবার পরিকল্পনাকে সুখ ও সমৃদ্ধির পছন্দ হিসেবে গ্রহণ করি’। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় থেকে এই উপলক্ষে আরও বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখা থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।