স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ জুন।। অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহালানোবিসের জন্মবার্ষিকীতে ভারত সরকার ২৯ জুন জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে পালন করে । অর্থ-সামাজিক পরিকল্পনা এবং পলিসি নির্ধারণে পরিসংখ্যানের ভূমিকা সম্পর্কে যুব সমাজের মধ্যে সচেতনতা তৈরি করতে এই দিবসটি পালিত হয়।
রাজ্যেও বৃহস্পতিবার যথাযথভাবে জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়। এই উপলক্ষে রাজ্য অতিথি শালার কনফারেন্স হলে এক সেমিনারের আয়োজন করা হয় ।এর উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনা সরকার, পরিকল্পনা দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্র, অধিকর্তা এন দেববর্মা সহ অন্যান্যরা । এই সেমিনারে স্থায়ী উন্নয়নের লক্ষ্যে পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।