অনলাইন ডেস্ক, ২৬ জুন।। গেলো শনিবার রাশিয়ান ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের বিদ্রোহ পুতিনের নেতৃত্বে ফাটল ও ভঙ্গুর করে তুলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন কংগ্রেসের সদস্যরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ওয়াগনার গ্রুপের সেনাদের দ্বারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি চ্যালেঞ্জ তার নেতৃত্বের শক্তিতে “ফাটল” প্রকাশ করেছে যা কার্যকর হতে কয়েক সপ্তাহ বা কয়েক মাস সময় লাগতে পারে।
এক টেলিভিশন সাক্ষাৎকারে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং মার্কিন কংগ্রেসের সদস্যরা। এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা।
সাক্ষাৎকারে তারা জানায়, যে রাশিয়ায় শনিবারের বিদ্রোহ প্রেসিডেন্ট পুতিনকে এমনভাবে দুর্বল করেছে যা তার ভূখণ্ডের মধ্যে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণে সহায়তা করতে পারে এবং পোল্যান্ড এবং বাল্টিক রাজ্যগুলিসহ রাশিয়ার প্রতিবেশীদের উপকার করতে পারে।
এদিকে আল জাজিরার ইউলিয়া শাপোভালোভা অনুসারে, ওয়াগনারের বিদ্রোহের সময় পুতিন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছে হিসেবে পুতিনকে সমর্থন অব্যাহত রেখেছে। তবে অনেকেই স্বীকার করেছেন যে এই বিদ্রোহ প্রেসিডেন্ট পুতিনের খ্যাতিতে আঘাত করেছে।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে বলেছেন যে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোনে “ইতিবাচক এবং অনুপ্রেরণামূলক” আলোচনা করেছেন এবং সাম্প্রতিক ঘটনাগুলি পুতিনের শাসনের দুর্বলতা প্রকাশ করেছে।
ফোনকলে জেলেনস্কি রাশিয়ার উপর বৈশ্বিক চাপ প্রয়োগের আহ্বান জানান এবং বাইডেনের সাথে দূরপাল্লার অস্ত্রের উপর জোর দিয়ে প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা করেন।
এদিকে ইউক্রেন অভিযান শুরু হওয়ার পর থেকে পুতিনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা দেশ চীন এই বিদ্রোহকে “অভ্যন্তরীণ বিষয়” বলে অভিহিত করে পুতিন সরকারের প্রতি সমর্থন প্রকাশ করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং রোববার বেইজিংয়ে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুডেনকোর সঙ্গে সাক্ষাতের পর এ সমর্থন জানান।