একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ১৩তম আসরে জায়গা পাবে কি ওয়েস্ট ইন্ডিজ?

অনলাইন ডেস্ক, ২৫ জুন।। একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ১৩তম আসর মাঠে গড়াতে বাকি আর কয়েক মাস। এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। দশ দলের মধ্যে স্বাগতিক ভারতসহ ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ ৮ দল এরই মধ্যে জায়গা নিশ্চিত করে ফেলেছে। বাকি দুটি দল চূড়ান্ত হবে বাছাইপর্ব থেকে।

জিম্বাবুয়েতে চলমান বাছাইপর্ব খেলছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলগুলোও। ফেভারিটের তকমা নিয়ে যাওয়া লঙ্কানরা খেলছে দাপটের সঙ্গেই। তবে হোঁচট খেয়েছে প্রথম দুই আসরের শিরোপাজয়ী দল উইন্ডিজরা। কাল জিম্বাবুয়ের সঙ্গে তারা পরাজিত হয়েছে ৩৫ রানে। তাতে শঙ্কা জেগেছে দলটির বিশ্বকাপের অংশ নেওয়া নিয়ে।

বাছাইপর্বে প্রথমে পাঁচটি করে দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। গ্রুপের শীর্ষ তিনটি করে মোট ৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার সিক্স। আর সুপার সিক্সে দলগুলোর প্রতিপক্ষ হবে অপর গ্রুপ থেকে উঠে আসা তিন দল। সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে বাছাইপর্বের ফাইনালে জায়গা করা দুই দলই খেলবে বিশ্বকাপে।

১৮ জুন থেকে হারারেতে শুরু হওয়া বাছাইপর্বে এখনো গ্রুপ পর্যায়ের খেলা চলছে। ‘এ’ গ্রুপে থাকা ওয়েস্ট ইন্ডিজের সব ম্যাচও শেষও হয়নি। এখনও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ বাকি শাই হোপদের। গ্রুপে থাকা নেপাল ও যুক্তরাষ্ট্রের বিদায় নিশ্চিত হয়ে যাওয়ার সুপার সিক্স নিয়ে ভাবনা নেই ওয়েস্ট ইন্ডিজের। এরই মধ্যে গ্রুপ থেকে সুপার সিক্সে জায়গা হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের। কিন্তু ক্যারিবীয়দের যা দুশ্চিন্তার জায়গা, সেটি জিম্বাবুয়ের কাছে হারের কারণে।

নিয়মানুযায়ী সুপার সিক্সে উঠে গেলেও গ্রুপ পর্বের কিছু পয়েন্ট সঙ্গে থাকবে। এই পয়েন্টগুলো হচ্ছে গ্রুপ পর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে ম্যাচের পয়েন্ট। অর্থাৎ, ‘এ’ গ্রুপ থেকে সুপার সিক্সে ওঠা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে থাকবে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের ম্যাচের পয়েন্ট। জিম্বাবুয়ের সঙ্গে হেরে যাওয়ায় দুটি পয়েন্ট তাদের কম থাকবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যারিবীয়রা নেদারল্যান্ডসকে হারাতে পারলে সুপার সিক্সে উঠবে দুই পয়েন্ট নিয়ে। কিন্তু নেদারল্যান্ডস, ওয়েস্ট ইন্ডিজ দুই দলের বিপক্ষেই জয় থাকায় জিম্বাবুয়ে উঠবে ৪ পয়েন্ট নিয়ে।

বেশি পয়েন্ট নিয়ে সুপার সিক্স পর্ব শুরু করায় স্বাভাবিকভাবেই শীর্ষ দুইয়ে থাকার সম্ভাবনা বাড়বে জিম্বাবুয়ের। অপর গ্রুপ থেকে চার পয়েন্ট নিয়ে সুপার সিক্সে ওঠার সমূহ সম্ভাবনা থাকা শ্রীলঙ্কাও এগিয়ে থাকবে।

আর এখানেই পিছিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। যে কারণে হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের কাছে হারটা ভীষণ পোড়াচ্ছে দলটির কোচ ড্যারেন স্যামিকে।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপের পথটাকে আরও কঠিন করে তুলেছি। তবে এখনই আমি হাল ছাড়ছি না। ছেলেদের আমি ভালো করার জন্য উৎসাহিত করে যাব। কারণ এখান থেকে যে ট্রেনযাত্রা আমরা শুরু করেছি, সেটা কিন্তু চলছেই।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?