অনলাইন ডেস্ক, ২৫ জুন।। কাতার বিশ্বকাপের প্রাক্কালে সমঝোতার মাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেড আর ক্রিশ্চিয়ানো রোনালদোর চুক্তি শেষ হয়। তারপর থেকেই ক্লাবটিতে নেই এই জার্সিধারি। এবার ক্লাবটির কোচ এরিক টেন হাগ সেই নম্বরটি তুলে দিচ্ছেন আলেসান্দ্রো গারনাচোর হাতে।
ফুটবলে আবির্ভাবের সময়ই একজন রোনালদোভক্ত হিসেবে পরিচিতি পেয়েছিলেন এই আর্জেন্টাইন ফুটবলার। সেই সিআরসেভেনের জার্সি নম্বরটি দেখা যাবে এবার তার গায়ে। একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে এই খবর।
২০২০ সালে গারনাচোতে মুগ্ধ হয়ে ম্যানইউ কর্তৃপক্ষ তাকে আতলেতিকো মাদ্রিদ থেকে নিয়ে আসে। দুই বছর ইউনাইটেডের বয়সভিত্তিক দলে খেলার পর গত মৌসুমে মূল দলে অভিষেক হয় তার। গত বছরের ২৮ এপ্রিল চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগে নিজের যাত্রা শুরু করেন গারনাচো। ৩৪ ম্যাচে মাঠে নেমে ৫ গোল ও ৪টি অ্যাসিস্ট করেন এই উইঙ্গার।
নতুন মৌসুমে গারনাচোকে যদি শেষ পর্যন্ত ৭ নম্বর জার্সি দেওয়া হয়, তবে সেটি তার জন্য স্বপ্নপূরণের মতো ব্যাপারই হবে। রোনালদো যে তাঁর আদর্শ বলে কথা। পাশাপাশি এটি একটি মাইলফলকও হবে। কারণ, সেটি হলে ২০০৩ সালে পর্তুগিজ মহাতারকার পর প্রথম টিনএজার হিসেবে এই জার্সি পরার স্বাদ পাবেন গারনাচো।