অনলাইন ডেস্ক, ১৪ জুন।। সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় একজন সিরিয়ান সৈন্য গুরুতর আহত হয়েছে এবং অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা।
সানার বরাতে আল জাজিরা জানায়, বুধবার সকালে ইসরায়েলের গোলান হাইটস থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। সে সময় সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটিকে ভূপাতিত করে বলে এক সামরিক সূত্র জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের শত্রুরা দামেস্কের দক্ষিণ-পশ্চিমে বেশ কয়েকটি অবস্থানকে লক্ষ্য করে অধিকৃত গোলান মালভূমি থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সূত্রটি।
এদিকে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, মূলত ইরানপন্থী যোদ্ধাদের অস্ত্র ডিপো লক্ষ্য করেই এ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। এতে করে হামলার ঘটনাস্থলে আগুন ধরে যায় বলছে সংস্থাটি। চলতি বছরের এপ্রিল পর্যন্ত গত এক বছরে সিরিয়ায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৪ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছে।