স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ জুন।। ডিজিটাল ইন্ডিয়া গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করছেন। এরই অঙ্গ হিসেবে রাজ্য সরকারও সরকারি বিভিন্ন দপ্তরে ডিজিটাইজেশন ব্যবস্থা চালু করেছে। পাশাপাশি রাজ্য বিধানসভাকে ই-বিধানসভা হিসেবে গড়ে তোলার প্রক্রিয়াও আজ থেকে শুরু করা হয়েছে।
আজ বিধানসভার লবিতে বিধানসভার সদস্য/সদস্যাদের নেভার (ন্যাশনাল-ই-বিধান অ্যাপ্লিকেশন) উপর প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা সহ মন্ত্রিসভার সদস্য/সদস্যাগণ এবং বিধায়কগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভার সমস্ত সদস্য/সদস্যাদের নেভার উপর প্রশিক্ষণ কর্মসূচি ই-বিধানসভা গঠনের প্রাথমিক পদক্ষেপ। দেশের বিভিন্ন রাজ্যের মতো ত্রিপুরা বিধানসভাকেও ই-বিধানসভা গঠনের পদক্ষেপ নিশ্চয়ই রাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক। ই-বিধানসভা সঠিকভাবে চালু করা হলে আগামীদিনে বিধানসভার সমস্ত কাজ কাগজবিহীন (পেপারলেস) করা সম্ভব হবে। তাতে সময় যেমন বাঁচবে তেমনি অর্থেরও সাশ্রয় হবে।
পাশাপাশি বিধানসভা পরিচালনার কিছু কিছু জটিল প্রক্রিয়ারও লাঘব হবে। মুখ্যমন্ত্রী বলেন, নেভা ডিজিটাল ইন্ডিয়ারই একটি অংশ, যা কেন্দ্রীয় সরকার চালু করেছে। ডিজিটাল ইন্ডিয়ার মূল উদ্দেশ্য হল সমস্ত কিছু ডিজিটাইজেশন করা। রাজ্য সরকারও সরকারি বিভিন্ন ক্ষেত্রকে ডিজিটাইজেশন করার প্রক্রিয়া শুরু করেছে। রাজ্য বিধানসভায় নেভা অ্যাপ্লিকেশনের ব্যবহার শুরু হলে বিধানসভার যাবতীয় তথ্য সংরক্ষণ যেমন সহজ হবে তেমনি দ্রুত তথ্য আদান প্রদানেও সহায়ক হবে।
বিধানসভা পরিচালনার খরচ কমে যাওয়ার পাশাপাশি বিধানসভার কাজও সহজ হয়ে যাবে। এছাড়া বিধানসভায় ভোটিং প্রক্রিয়াটিও অনেক সহজ হয়ে যাবে। অনুষ্ঠানে সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ বলেন, প্রধানমন্ত্রী সারা দেশেই ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন। রাজ্য সরকারও এ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে। রাজ্য বিধানসভাকে ই-বিধানসভা গড়ে তোলার ফলে সময় বাঁচবে, তথ্য সংরক্ষণের ক্ষেত্রে সহায়ক হবে, অর্থ বাচবে, সহজে তথ্য আদান প্রদান করা যাবে, ই-ভোটিং সিস্টেম থাকার ফলে সহজে ও দ্রুত ভোট প্রক্রিয়া শেষ করা যাবে।
বিধানসভার সমস্ত সদস্য/সদস্যাদের আজ থেকে আগামী ২৫ জুন পর্যন্ত ‘নেভা অ্যাপ্লিকেশনের উপর প্রশিক্ষণ দেওয়া হবে।তাতে বিধায়কগণ কিভাবে ট্যাব ব্যবহার, ই-বিধানসভায় কিভাবে অংশ নেবেন,প্রশ্ন উত্থাপন, ভোটিং পদ্ধতি ইত্যাদি বিভিন্ন বিষয়ে তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। অনুষ্ঠানে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বলেন, বিধানসভা পরিচালনার ক্ষেত্রে প্রতিদিন কাগজ সহ অন্যান্য জিনিসের জন্য অনেক টাকা ব্যয় হয়। ই-বিধানসভা চালু হলে বিধানসভা যেমন কাগজবিহীন পরিচালিত হবে তেমনি অর্থেরও সাশ্রয় হবে।
তাই ই-বিধানসভা তৈরীতে বিধানসভার সকল সদস্য-সদস্যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এবং বিধানসভার সচিব বিষ্ণুপদ কর্মকার। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার হাতে ট্যাব তুলে দেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এছাড়াও বিধানসভার সদস্য-সদস্যাদের ট্যাব তুলে দেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ