অনলাইন ডেস্ক, ১০ জুন।। ইউক্রেনের বাহিনী তাদের প্রত্যাশিত পাল্টা আক্রমণ শুরু করেছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এ আক্রমণে মস্কোর প্রতিরক্ষা ব্যবস্থার উল্টো আঘাতে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হচ্ছে ইউক্রেনীয় বাহিনী দাবি পুতিনের।
শুক্রবার ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের অন্যান্য রাষ্ট্র প্রধানদের সাথে বৈঠকের সময় সাংবাদিকদের এ কথা বলেন পুতিন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।
তিনি সাংবাদিকদের জানান, ‘আমরা স্পষ্টভাবে বলতে পারি, ইউক্রেনের সেনাবাহিনীর কৌশলগত পদ্ধতিতে আক্রমণ শুরু হয়েছে। কিন্তু ইউক্রেনের সৈন্যরা এ ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারেনি।”
এদিকে ইউক্রেনের পাল্টা আক্রমণ বিষয়ে গণমাধ্যমগুলোতে কোন তথ্য না থাকা এবং কিয়েভ তাদের সামরিক অভিযান সম্পর্কে বিস্তারিত কোন তথ্য না দেয়ার এ বিষয়ে সত্যতা যাচাই করতে পারেনি আল জাজিরা।
তবে পাল্টা আক্রমণ শুরু হয়েছে কিনা তা নিশ্চিত করতে অস্বীকার জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ। আল জাজিরা জানায় ইউক্রেনের সামরিক বিশ্লেষক এবং একটি সূত্র জানিয়েছে, রাশিয়ার দক্ষিণ-পূর্বে রুশ বাহিনীর সাথে বেশ কয়েকটি অঞ্চলে যুদ্ধ বাড়ছে ইউক্রেনীয় বাহিনীর।
এদিকে ওয়াশিংটন, ডিসি-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (আইএসডব্লিউ) শুক্রবার জানিয়েছে, বিভিন্ন পরিস্থিতি দেখে বুঝাই যাচ্ছে যে ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু হয়েছে এবং তা প্রাথমিক পর্যায়ে রয়েছে।