ব্যক্তিগত বাসভবনের বাথরুমে যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচির গোপন নথি রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক, ১০ জুন।। নিজের ব্যক্তিগত বাসভবনের বাথরুমে যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচির গোপন নথি রেখেছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া পরমাণু বিষয়ক ও সামরিক নানা পরিকল্পনাসহ শত শত রাষ্ট্রীয় গোপন নথি অব্যবস্থাপনায় নিজ জিম্মায় রেখেছিলেন ট্রাম্প।

এবার এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট। ফ্লোরিডার বাড়িতে ওয়াশরুমসহ বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় গোপনীয় নথি রাখা, তদন্তকারীদের কাছে মিথ্যা বলার অভিযোগসহ ৩৭টি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ট্রাম্পকে।শনিবার এ খবর জানিয়েছে বিবিসি, সিএনএনসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। স্থানীয় সময় শুক্রবার ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রকাশ করা হয়।

অভিযোগে বলা হয়, যে গোপনীয় নথিগুলো ট্রাম্প রেখেছিলেন সেগুলোতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচীর, যুক্তরাষ্ট্র ও বিদেশি রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা ও অস্ত্র সক্ষমতা, সামরিক আক্রমণ হলে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের সম্ভাব্য দুর্বলতা এবং বাইরে থেকে কোনো হামলা হলে তার প্রতিক্রিয়ায় সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার পরিকল্পনার তথ্য ছিল।

গোপনীয় এসব নথি ফাঁস হলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।এ ছাড়া অভিযোগ আনা হয়েছে ট্রাম্পের ব্যক্তিগত সহকারী ওয়াল্ট নাউটার বিরুদ্ধেও। তার বিরুদ্ধে অভিযোগ, এফবিআইয়ের কাছ থেকে লুকানোর জন্য ফাইল সরিয়েছিলেন তিনি।

এদিকে এ মামলায় অভিযুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, তাঁকে অভিযুক্ত করে মিয়ামির একটি ফেডারেল আদালতে হাজির হতে তাঁর নামে সমন জারি করা হয়েছে।

তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ নাকচ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যায়ভাবে কিছু করেননি বলে দাবি তুলেছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রার্থী হওয়ার দৌঁড়ে থাকা ট্রাম্প।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?