বাঁধ ধ্বংস, বন্যার ঝুঁকিতে ৮০ শহর- জেনে নিন কোথায় হল এমন ভয়ংকর ঘটনা

অনলাইন ডেস্ক, ৬ জুন।। ইউক্রেনের গুরুত্বপূর্ণ একটি বাঁধ রাশিয়া বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করছে কিয়েভ। তারা বলছে ইউক্রেনীয় বাহিনী যাতে নিপ্রো নদী পার হয়ে দেশটির দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর ওপর পাল্টা সামরিক আক্রমণ চালাতে না পারে সেজন্যই বাঁধটি ধ্বংস করে দেওয়া হয়েছে।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। তারা এজন্য ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণকেই দায়ী করেছে। খেরসন অঞ্চলের নোভা কাখভকা শহরের বাঁধটি বর্তমানে রুশ সেনাদের নিয়ন্ত্রণে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ভোর রাত স্থানীয় সময় ২টা ৫০ মিনিটে বাঁধটি উড়িয়ে দেওয়া হয়। বাঁধটি ধ্বংস হওয়ায় ৮০টি শহর এবং বসতি বন্যার ঝুঁকিতে রয়েছে। তবে বাঁধ বিধ্বস্ত হওয়ার পর পরই আশেপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। স্থানীয় একজন সামরিক কর্মকর্তা বলেন, খেরসন অঞ্চলের অন্তত আটটি বসতি ইতোমধ্যে প্লাবিত হয়ে গেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস বলছে, পানির নিচে তলিয়ে গেছে নোভা কাখভকা। শহরটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন, বন্যার হাত থেকে লোকজনকে উদ্ধারের জন্য তারা সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছেন। পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক করেছে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদ।

এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ন্যাটো প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ। তিনি বলেন, এই বাঁধ ধ্বংস করার ঘটনা থেকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বর্বরতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এক টুইট বার্তায় তিনি বলেন, এর ফলে হাজার হাজার বেসামরিক লোকজন হুমকির মুখে পড়েছে। এছাড়াও বড় ধরনের ক্ষতি হয়েছে পরিবেশের।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?