নাম ও জন্ম তারিখের ভুলের কারণে এক ব্যক্তিকে বিমানে ভ্রমণে ১০ বছরের জন্য নিষিদ্ধ কর হল

অনলাইন ডেস্ক, ৬ জুন।। যুক্তরাজ্যের ২১ বছর বয়সী এক ব্যক্তি দাবি করেছেন, তার নাম ও জন্ম তারিখের কারণে ভুলবশত তাকে ইজিজেটে উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছিল। ওই তরুণ যখন তার বন্ধুদের সঙ্গে স্পেনে ছুটি কাটানোর সব প্রস্তুতি প্রায় শেষ করেন, ঠিক তখনই এই বেদনাদায়ক ঘটনার বিষয়ে জানতে পারেন তিনি।

মঙ্গলবার (৬জুন) ব্রিটিশ অনলাইন সংবাদমাধ্যম এক্সপ্রেস ডট সিও ডট ইউকের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে , ওই তরুণের নাম কাইরান হ্যারিস। যুক্তরাজ্যের চেশায়ারের বাসিন্দা তিনি। তার ফ্লাইট উড্ডয়নের আগের দিন হ্যারিস একটি মেইল পান। যেখানে তাকে জানানো হয় যে, ‘আগের অসহযোগিতামূলক আচরণের’ কারণে তিনি ফ্লাইটে উঠতে পারছেন না।

সেই সঙ্গে তাকে আরও জানানো হয় যে, তার বিরুদ্ধে ‘১০ বছরের জন্য একটি ফ্লাইট নিষেধাজ্ঞাও’ জারি করেছে এয়ারলাইন কর্তৃপক্ষ, যার মেয়াদ শেষ হবে আগামী ২০৩১ সালে। এ ঘটনায় হ্যারিস দাবি করেছেন যে, এয়ারলাইনটি তাকে এমন একজন ব্যক্তির সঙ্গে ভুল করে মিলিয়ে ফেলেছে, যিনি ২০২১ সালে ইজিজেট ফ্লাইটে ভ্রমণ করেছিলেন এবং তখন মাতাল অবস্থায় আক্রমণাত্মক এবং অপমানজনক আচরণ করার জন্য তাকে ১২ সপ্তাহের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল।

দুঃখজনকভাবে অসদাচরণ করা ওই যাত্রীর সঙ্গে তার জন্ম তারিখ মিলে গেছে। হ্যারিস বলেছেন, ‘ওই ফ্লাইট ছাড়ার কথা ছিল রাতে। তার আগে সন্ধ্যা ৬টায় আমার এক বন্ধু একটি মেইল পায়, যেখানে আমার বিরুদ্ধে দেওয়া ১০ বছরের ফ্লাইট নিষেধাজ্ঞা এবং আমার ফ্লাইট বুকিং বাতিল করার বিষয়টি বলা ছিল।

এ খবর পেয়ে আমি হতাশ হয়ে পড়েছিলাম। ‘ তবে পরে ইজিজেট কর্তৃপক্ষ হ্যারিসকে শণাক্ত করার জন্য তার কাছে পাসপোর্টের ছবির একটি কপি চাইলে, বেদনাদায়ক এ ঘটনার সমাপ্তি ঘটে। এবং একপর্যায়ে তার ওপর থেকে দুর্ঘটনাবশত দেওয়া ওই ফ্লাইট নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। মাত্র কয়েক ঘন্টা বাকি থাকতে ফ্লাইটে ওঠার সুযোগ পায় সে।পরে অবশ্য ভুলবশত এই ঘটনার জন্য হ্যারিসের কাছে ক্ষমা চেয়েছে ইজিজেট কর্তৃপক্ষ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?