অনলাইন ডেস্ক, ৫ জুন।। লা লিগার শিরোপা অনেক আগেই নিজেদের করে নিয়েছে বার্সেলোনা। তাই এখন অনেকটা নির্ভার তারা। কাল রাতে মৌসুমের শেষ ম্যাচে তারা হেরে গেছে সেলতা ভিগোর কাছে। বালাদোসে কাল ২-১ গোলে পরাজিত হয়ে গেছে তারা। দুই অর্ধে গাব্রি ভেইগার দুই গোলের পর ব্যবধান কমান বার্সার আনসু ফাতি। ম্যাচ হারে পয়েন্টে কোনো প্রভাব পড়েনি, তাই ফুরফুরে মেজাজেই রবার্ট লেভানডফস্কিরা উড়াল দিয়েছেন জাপানে।
এলচে ও এস্পানিওলের লা লিগা থেকে নেমে যাওয়া নিশ্চিত হয়েছিল আগেই। শেষ দিনে টিকে থাকার লড়াইয়ে ছিল ছয় দলের সঙ্গে লড়াইয়ে ছিল সেলতা ভিগো। বার্সাকে হারিয়ে লিগে নিজেদের টিকিয়ে রেখেছে তারা। অন্যদিকে টিকে গেছে আলমেরিয়া ও গেতাফে। তবে অবনমন হয়েছে ভায়াদোলিদের।
চ্যাম্পিয়ন বার্সেলোনা আসর শেষ করল ৮৮ পয়েন্ট নিয়ে। তাদের সঙ্গে আগেই চ্যাম্পিয়ন্স লিগের পরের আসরে খেলা নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ (৭৮), আতলেতিকো মাদ্রিদ (৭৭) ও রিয়াল সোসিয়েদাদ (৭১)।
লা লিগার শিরোপা আগেই নিশ্চিত করে ফেলা বার্সেলোনা আগামীকাল ফের খেলতে নামে মাঠে। ম্যাচ খেলতে তারা স্পেন থেকে উড়ে এসেছে জাপানে। সেখানে ভিসেল কোবের বিপক্ষে মুখোমুখি হবে তারা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে ম্যাচটি।
জাপানিজ এই ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার আন্দ্রে ইনিয়েস্তা। ২০১৮ সাল থেকেই তিনি এই ক্লাবের সদস্য ছিলেন। তবে দিন দুয়েক আগে ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, নতুন ঠিকানায় পাড়ি জমাচ্ছেন ইনিয়েস্তা। ক্লাব না বদলালে নিজের প্রিয় দলটির বিপক্ষে এবার খেলতে পারতেন তিনি।