অনলাইন ডেস্ক, ১ জুন।। রাশিয়া ও জার্মানির মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়েই চলছে। কিছুতেই যেন দু’দেশের তীব্র টানাপড়েন থামছেই না। এরইমধ্যে রাশিয়ার পাঁচটি কনস্যুলেটের মধ্যে চারটি কনস্যুলেট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে জার্মানি।
বুধবার (৩১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বলা হয়, একটি কনস্যুলেট জেনারেলসহ বার্লিনে রুশ দূতাবাস চালু থাকবে। চলতি বছরের শেষ নাগাদ কার্যকর হবে এ সিদ্ধান্ত। জার্মানির বন, ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ ও লিপজিগ শহরে রয়েছে রাশিয়ার কনস্যুলেট। তবে কোন চারটি বন্ধ হতে পারে সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে রাশিয়া জানিয়েছে, তারা এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না। তারাও এর জবাব দেবে।
এর আগে রাশিয়ায় জার্মান সরকারের সর্বোচ্চ ৩৫০ জন কর্মী কাজ করতে পারবে বলে সীমা বেধে দেয় মস্কো। মস্কোর এমন সিদ্ধান্তের পরে এটি জার্মানির একটি প্রতিবাদী পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে ৷
উল্লেখ্য, গত কয়েক দশক ধরে দুই দেশে কূটনৈতিক সম্পর্ক ভালো থাকলেও ২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এতে ফাটল ধরে। যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ রুশ কূটনীতিকদের বহিষ্কার করেছে। পাশপাশি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জার্মানি ও ন্যাটোভুক্ত দেশগুলো।