স্টাফ রিপোর্টার, খোয়াই, ২১ মে।। খোয়াই নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল তিন শিশু। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ১১ টা নাগাদ খোয়াই পশ্চিম গণকী গ্রাম পঞ্চায়েতের পহরমুড়া ব্রিজ সংলগ্ন এলাকায়। নদীতে তলিয়ে যাওয়া মৃত তিন শিশুর নাম সপ্তদ্বীপ নমঃ(৭) বাড়ি বিশালগড়, মৌটুশি দাস (১২) বাড়ি মোহড়ছড়া, বাবলি রায়(৯) স্থানীয়।
ঘটনার বিবরণে জানা যায়, খোয়াই পশ্চিম গনকি এলাকার জনৈক্য গোপাল দাসের বাড়িতে শনিবার একটি সামাজিক অনুষ্ঠান ছিল। এই সামাজিক অনুষ্ঠানে গোপাল দাসের দুই মেয়ে এবং তাদের সন্তানরা দাদুর বাড়িতে আসে বেড়াতে।
রবিবার সকাল ১১ টা নাগাদ গোপাল দাস ও তার নাতি সপ্তদ্বীপ নমঃ ও নাতনি মৌটুসী দাস সহ প্রতিবেশী বাবলি রায়কে নিয়ে খোয়াই নদীতে স্নান করতে নামে। আচমকা তিন শিশু নদীতে তলিয়ে যায়। চিৎকার চেঁচামেচি করতেই প্রতিবেশীরা ঝাঁপিয়ে পড়ে নদীতে। নদী থেকে এলাকাবাসীরা সপ্তদীপ ও বাবলিকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে। অপরদিকে তলিয়ে যাওয়া মৌটুসি দাসকে দীর্ঘ দেড় ঘন্টা পর খোঁজাখুঁজি করে এলাকাবাসী নদী থেকে উদ্ধার করে মৃত অবস্থায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার-পরিজনেরা।