অনলাইন ডেস্ক, ২১ মে।। দীর্ঘ আট মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহর রাশিয়ার ভারাটে সৈন্য ওয়াগনারের নিয়ন্ত্রণে যাওয়ার খবর অবশেষে স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়চে ভেলে।
জাপানের হিরোশিমায় জি সেভেন সম্মেলনে এ স্বীকারোক্তি জানিয়েছেন ভ্লাদিমির জেলেনস্কি। সম্মেলনে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইউক্রেন এখনও শহরটি নিয়ন্ত্রণ করে কিনা, জেলেনস্কি সে সময় উত্তর দেন, “আমি মনে করি না।”
তিনি আরো বলেন, “রাশিয়ান বাহিনী এখন শহরটি নিয়ন্ত্রণ করছে। তবে আপনাদের বুঝতে হবে যে সেখানে কিছুই নেই। রাশিয়ানরা সেখানে সবকিছু ধ্বংস করেছে।“
তিনি আরো বলেন, “এই জায়গায় এখন আর কিছুই নেই, কিন্তু বাখমুত আমাদের হৃদয়ে থাকবে”। তবে এ বিষয়ে জেলেনস্কির মুখপাত্রের সাথে আল জাজিরা যোগাযোগ করলে এ খবর অস্বীকার করেন সের্গেই নাইকিফোরভ।