অনলাইন ডেস্ক, ৮ মে।। আগামী মাস থেকে ফিলিস্তিনিদের খাদ্য সহায়তা স্থগিত করতে যাচ্ছে জাতিসংঘের খাদ্য সহায়তাকারী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
দেশটিতে খাদ্যসহায়তার কার্যক্রম চালাতে পর্যাপ্ত পরিমাণ তহবিল নেই বলছে সংস্থাটি। তহবিলের ‘তীব্র’ এ ঘাটতির কারণে এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলছে তারা।
তবে জাতিসংঘের এ সিদ্ধান্তে সংকটে পড়বেন ফিলিস্তিনের লাখ লাখ জনগণ। গতকাল রোববার টেলিফোনে রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন ফিলিস্তিনে নিযুক্ত ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর সামের আবদেলজাবের।
রয়টার্সকে টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তহবিলের তীব্র ঘাটতিতে পড়েছে ডব্লিউএফপি। তাই সীমিত সম্পদ ব্যবহার করতে গিয়ে এমন বেদনাদায়ক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আগামী জুন মাস থেকে দুই লাখের বেশি ফিলিস্তিনিকে খাদ্যসহায়তা বন্ধ করে দেওয়া হবে। যা এই সংস্থাটির বর্তমান সহায়তাপ্রাপ্ত জনগোষ্ঠীর ৬০ শতাংশ।’
বিশ্ব খাদ্য কর্মসূচির এ উদ্যোগের ফলে সবচেয়ে বেশি ভুক্তভোগী হবেন গাজা ও পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিরা। বিশেষ করে গাজায় খাদ্য নিরাপত্তাহীনতা এবং দারিদ্র্য সবচেয়ে বেশি।
রয়টার্স জানায়, ফিলিস্তিনিদের জন্য ডব্লিউএফপি দুই ধরনের সহায়তা প্যাকেজ দিয়ে থাকে। একটিতে একেকজন ফিলিস্তিনিকে প্রতি মাসে ১০ দশমিক ৩০ ডলার সমমূল্যের খাবারের ভাউচার দেওয়া হয়। অন্যটিতে সহায়তা হিসেবে দেওয়া হয় খাবারের ঝুড়ি। কিন্তু তহবিল স্বল্পতায় এ সহায়তা সীমিত করলে এ দুই ধরনের প্যাকেজ থেকে বঞ্চিত হবেন লাখ লাখ ফিলিস্তিনি।