অনলাইন ডেস্ক, ৮ মে।। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোমবার চন্ডীগড়ে ভারতীয় বায়ুসেনার ঐতিহ্য কেন্দ্রের উদ্বোধন করেছেন। বায়ুসেনার ঐতিহ্য কেন্দ্র দেশকে উৎসর্গ করার পর টুইট করে প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, এই চমৎকার প্রয়াস ভারতীয় বায়ুসেনার সমৃদ্ধ ঐতিহ্য রক্ষায় সাহায্য করবে এবং সশস্ত্র বাহিনীতে যোগদানের জন্য তরুণদের অনুপ্রাণিত করবে।
এদিন পঞ্জাবের রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত ও বায়ুসেনা প্রধান ভি আর চৌধুরীর উপস্থিতিতে বায়ুসেনার ঐতিহ্য কেন্দ্র দেশকে উৎসর্গ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ঐতিহ্য কেন্দ্র ঘুরেও দেখেন তিনি।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করে জানিয়েছেন, সোমবার চণ্ডীগড়ে ভারতের প্রথম বায়ুসেনা ঐতিহ্য সেন্টারটি দেশকে উৎসর্গ করা হয়েছে। এই কেন্দ্রটি বায়ুসেনাতে যারা কাজ করেছেন তাঁদের সাহস এবং উৎসর্গের একটি প্রমাণ এবং দেশকে রক্ষায় তাঁদের অমূল্য অবদানের একটি অনুস্মারক।
১৭ হাজার বর্গফুট জুড়ে বিস্তৃত এটি ভারতীয় বায়ুসেনার প্রথম হেরিটেজ কেন্দ্র এবং ১৯৬৫, ১৯৭১ এবং কার্গিল যুদ্ধ এবং বালাকোট বিমান হামলায় ম্যুরাল এবং স্কেল মডেলের মাধ্যমে এর ভূমিকা চিত্রিত করা হয়েছে।