অনলাইন ডেস্ক, ৭ মে।। প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা বা পিডিএ ব্যবহার করে তাইওয়ানে ৫০ কোটি ডলারের অস্ত্র সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
চীনের কঠোর হুঁশিয়ারি থাকা সত্ত্বেও তাইওয়ানকে বিপুল পরিমাণ অস্ত্র দেয়ার প্রস্তুতি নিচ্ছে দেশটি। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।রয়টার্স জানায়, তাইওয়ানের কাছে অস্ত্র সরবরাহ করতে প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা বা পিডিএ প্রয়োগ করবেন প্রেসিডেন্ট জো বাইডেন।
পিডিএ প্রয়োগের মাধ্যমে মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই দেশটির মজুত থেকে যে কোনো সম্পদ বিদেশি রাষ্ট্রকে দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। গত বছরের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৩৫ বার এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করে ইউক্রেনকে শত শত কোটি ডলারের অস্ত্র সরবরাহ করেছেন প্রেসিডেন্ট বাইডেন।
এদিকে অনেক আগে থেকেই তাইওয়ানকে অস্ত্র সরবরাহ করার মার্কিন নীতির তীব্র বিরোধিতা করে আসছে বেইজিং।
শুক্রবারই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং তাইওয়ানকে চীনের বিরুদ্ধে উসকানি দিতে ওয়াশিংটনকে অভিযুক্ত করে বলেন, মার্কিন সরকার তাইওয়ানকে একটি ‘বারুদের গুদামে’ পরিণত করছে।