স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ মে।। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা’র সময়োপযোগী, দ্রুত ও বলিষ্ঠ হস্তক্ষেপ এবং সিদ্ধান্ত গ্রহণের ফলে অশান্ত মণিপুরের বিভিন্ন কলেজ ও প্রতিষ্ঠানে আটকে থাকা সেখানে কর্মরত ও পাঠরত রাজ্যের নাগরিকদের সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরিয়ে নিয়ে আজ গভীর রাতে ইন্ডিগো এয়ারলাইন্সের বিশেষ বিমান আগরতলার এমবিবি বিমানবন্দরে অবতরণ করল। আগরতলা বিমানবন্দরের আগমন দুয়ারে তাঁদের সবাইকে ত্রিপুরা সরকারের তরফ থেকে অভ্যর্থনা জানালেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
মন্ত্রী সুশান্ত চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন,
অসংখ্য ধন্যবাদ রাজ্যের মুখ্যমন্ত্রীকে। উনার কারণেই আজ আমাদের ঘরের ছেলে-মেয়েরা ঘরে ফিরে এলো। অসাধ্যকে রাতারাতি সাধন করে দেখালেন মুখ্যমন্ত্রী। অশান্ত মণিপুর দ্রুত শান্ত হয়ে উঠবে, আপনারা সবাই আবার যার যার কর্মস্থলে ফিরে যাবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, এই শুভকামনা রইল।
মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, আজকে বিমানবন্দরে আমার সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আমাদের দলের সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, পাপিয়া দত্ত, ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের সচিব (ডা:) দেবাশীষ বাসু, ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের চেয়ারম্যান অভিজিৎ দেব, ম্যানেজিং ডিরেক্টর সজল বিশ্বাস, ত্রিপুরা সরকারের পরিবহণ দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী, পশ্চিম জেলার পুলিশ সুপার ড. কিরণ কুমার. কে সহ পরিবহণ দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা।