যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে শপিংমলে এলোপাতাড়ি বন্দুক হামলায় নয়জন নিহত

অনলাইন ডেস্ক, ৭ মে।। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি শপিংমলে বন্দুক হামলার ঘটনায় নয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৬ মে) বিকেলে ডালাসের উত্তরাঞ্চলের একটি শপিংমলে এ ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, অ্যালেন শহরে ওই হামলার পরপরই শপিং মল থেকে শত শত মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, এক বন্দুকধারী শপিংমলের লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে।

পুলিশ জানিয়েছে, তারা বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে। নিহতদের মধ্যে কয়েকজন শিশু বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে অন্তত সাতজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এই বন্দুক হামলাকে ‌‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে, তারা স্থানীয় কর্তৃপক্ষকে যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

টেক্সাসের পুলিশ প্রধান ব্রায়ান হার্ভে বলেন, বন্দুকধারীসহ সাতজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয় এবং দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। তিনি বলেন, আহতদের বিভিন্ন মাধ্যমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফলে আহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে তিনি জানান।

অপারেশন অ্যাডমিনিস্ট্রেটর জোশুয়া ডব্লিউ বার্নওয়েল জানান, তিনি কমপক্ষে ৩০টি গুলির শব্দ শুনেছেন। মাটিতে প্রায় ৬০ রাউন্ড গুলি দেখেছেন। এর আগে শুক্রবার (৫ মে) বিকেলে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে দুজনকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। এরপর ওই বন্দুকধারী নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। মেরিল্যান্ডের অ্যানাপোলিসের সোমারভিল রোডের একটি হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?